বস্তিবাসীদের মাঝে মনজুর আলমের ঈদবস্ত্র বিতরণ

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৭:১৪ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে গতকাল বাদ জুমা বস্তিবাসী নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বস্তিবাসীদের মাঝে এই শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম। উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপ, মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার আরবী প্রভাষক সৈয়দ মাওলানা ইউনুছ রজবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৬০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধবিএনপির সদস্য সংগ্রহ অভিযান