হাটহাজারীর মির্জাপুরে নববর্ষ বরণ উপলক্ষে গত বৃহস্পতিবার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘ এই প্রতিযোগিতার আয়োজন করে। স্থানীয় গৌতমাশ্রম ও পালি কলেজ সংলগ্ন মাঠে জাতীয় ও বর্ষবরণের সংগীতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। রাতে বিহারের নান্দনিক ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যাংকার সুব্রত বড়ুয়া বন্দন। সভার উদ্বোধন করেন গৌতমাশ্রম বিহার ও পালি কলেজের অধ্যক্ষ ধর্মসারথী উপাধীতে ভূষিত ভদন্ত শ্রীমৎ শাসনানন্দ মহাথের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩ নং মির্জাপুর ইউ পির নব নির্বাচিত চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
মূখ্য আলোচক ছিলেন হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ অনুপম বড়ুয়া। আলোচক ছিলেন প্রবীণ সমাজকর্মী সংঘের ভূমি দাতা বিজয় দর্শন বড়ুয়া।
অতিথি ছিলেন সংস্কৃতিকসেবী রনজিৎ কুমার বড়ুয়া, সংঘের প্রাক্তন সভাপতি মৃদুল বড়ুয়া। সংঘের সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া মামুন ও তিলা বড়ুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজকর্মী দিগন্ত বড়ুয়া ও পুলিশ কর্মকর্তা রাজিব প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।











