বৈশাখে এলো নতুন গান

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

নব উদ্যমে বৈশাখ বরণের জন্য থাকে নানা আয়োজন। সেই আয়োজনে বড় অনুষঙ্গ হয়ে থাকে বাংলা গান। দিনটিকে ঘিরে প্রতিবছরই প্রকাশ পায় বেশ কিছু নতুন গান। এবারও এর ব্যতিক্রম হয়নি। বৈশাখ উপলক্ষে প্রকাশ হয়েছে জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে নতুন গান ‘মঙ্গলবারতা’। খবর বাংলানিউজের।
রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ এবং ইংরেজ কবি জন নিউটনের প্রচলিত ভক্তিগীতি ‘অ্যামেজিং গ্রেস’কে এক করে তৈরি হয়েছে গানটি। এর সংগীতায়োজন করেছে সৈকত বিশ্বাস। বন্যার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন স্বপ্নীল সজীবসহ একদল শিল্পী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। বাংলা নববর্ষ উপলক্ষে গুরু-শিষ্যের নিবেদন হিসেবে মুক্তি পেয়েছে রবীন্দ্রনাথের গান ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’। সাদী মহম্মদ ও অণিমা রায়ের কণ্ঠে এ গানটির সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। গানটি প্রকাশ হয়েছে অণিমা রায়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে। প্রথমবারের মতো বৈশাখের গান নিয়ে এসেছেন হাবিব। ‘জমবে মেলা’ নামে তার এ গান ‘গলুই’ সিনেমার জন্য তৈরি করা হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে গানটি। এই বৈশাখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। গানের শিরোনাম ‘মন ভালো’। ঈদে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমা ‘শান’। এই সিনেমাটির ‘চলো পাখি হই’ শিরোনামের গানটি পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশ করা হয়েছে। বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে শিল্পী সন্দীপনের নতুন গান ‘ও ঢাকি বাজা রে ঢাক’। যেখানে ফুটে উঠেছে বৈশাখের আমেজ। গানটির কথা লিখেছেন মনিউল হক মঈন। বৈশাখে ‘এল রে বৈশাখ’ নামের নতুন গান নিয়ে এসেছেন এই সময়ের কণ্ঠশিল্পী দোলা। বৈশাখ উপলক্ষে প্রথমবার একসঙ্গে গান করলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সাব্বির জামান ও কণ্ঠশিল্পী শাফিকা নাসরীন মিমি। বাংলা নববর্ষ উপলক্ষে তারা কণ্ঠে তুলেছেন ‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’। পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গানচিত্র প্রকাশ করেছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত কানিজ খাদিজা তিন্নি। ‘প্রজাপতি মন’ শিরোনামের গানটির কথা লিখেছেন শেখ নজরুল।

পূর্ববর্তী নিবন্ধসাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
পরবর্তী নিবন্ধবন্যার সংগীত সম্ভার সংরক্ষণের উদ্যোগ