প্রাণের মেলা জব্বারে বলি খেলা

আলী আকবর বাবুল | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

নতুন বছরে বৈশাখ মাসে ১২ তারিখে অনুষ্ঠিত হয় লালদিঘির মাঠে আঃ জব্বারে বলি খেলা এবং মেলা, চট্টগ্রাম শহরে প্রাণের মেলা, উল্লেখ্য যে বদরপাতি নিবাসী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবসমাজকে উদ্বুদ্ধ হওয়ার জন্য এই বলি খেলার আয়োজন করে, কালের বিবর্তনে বলিখেলা সাথে মেলাও সংযুক্ত হয়, এই বলি খেলা নিয়ে চট্টগ্রামবাসীর মাঝে প্রাণের সঞ্চার হতো, দূরদূরান্ত থেকে বলি রা আসতো বলি খেলায় অংশগ্রহণ করতে।
বলি খেলাকে ঘিরে যে মেলা বসতো সেটা হয়ে উঠলো চট্টগ্রাম শহরে বসবাসরত মানুষের বাৎসরিক গৃহস্থালির নিত্যপ্রয়োাজনীয় জিনিসপত্র কিনে নেওয়ার সুবর্ণ সুযোগ, তখনকার দিনে বর্তমান অবস্থার মত গৃহস্থালী জিনিসপত্র কিনতে পাওয়া যেত না, মেলাকে ঘিরে সারাবছরে গৃহস্থলী জিনিসপত্র কেনা হতো চাটগাঁবাসীর। আজ সে বলি খেলা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, লালদিঘির মাঠকে আধুনিকরণের নামে ঘিরে রেখেছে অনেক বছর ধরে, দিন যায় বছর যায় কাজ শেষ হওয়ার কোনো নাম গন্ধ নেই, যে মাঠকে ঘিরে আন্দরকিল্লা, বকশিরহাট, পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার আলকরণ এলাকার ছেলেদের ফুটবল খেলা হতো সারাদিনব্যাপী, এখানে ফুটবল খেলে জাতীয় দলে খেলেছে অত্র এলাকার ছেলেরা এবং লালদিঘির মাঠকে ঘিরে যে সব খেলা হতো সব খেলায় বন্ধ হয়ে গেল। খেলাধুলা বন্ধ হয়ে গেলে কিশোর-তরুণদের কি পরিণতি হয় বর্তমান তার অবস্থা সকলের দৃষ্টিগোচর হচ্ছে, শতবর্ষী জব্বারে বলি খেলা এবং মেলা বন্ধ হয়ে যাবার উপক্রম। সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জব্বারের বলীখেলা পুনরায় চালু এবং মাঠকে উম্মুক্ত করে দেওয়া হোক।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল কী হবে কেউ জানে না
পরবর্তী নিবন্ধএকাত্তরের ১৬ এপ্রিল পটিয়ায় বোমা হামলা : গণহত্যার শিকার ২০ নারী-পুরুষ