অনিয়মের তথ্য সংগ্রহ করায় আজাদী প্রতিনিধির ওপর হামলা

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী রিলিজের সময় বাধ্যতামূলকভাবে টাকা আদায় করা হচ্ছে-এমন অভিযোগের তথ্য সংগ্রহ করায় ক্ষুব্ধ হয়ে অস্থায়ী কর্মচারী (নাইট গার্ড) মিফতাহ উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে দৈনিক আজাদীর পেকুয়া প্রতিনিধি ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিমের ওপর। হামলায় সাংবাদিক ছফওয়ানের মাথা, গলা, পিঠসহ শরীরের বিভিন্নস্থানে জখম হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়াস্থ ব্রিজের পাশে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক ছফওয়ানুল করিম জানান, পেকুয়া প্রেস ক্লাবের উদ্দেশ্যে বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে বের হন তিনি। এ সময় অতর্কিতভাবে একদল সন্ত্রাসী তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এতে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী নাইট গার্ড মিফতাহ উদ্দিন, তার দুই ছেলে রাসেল ও ছোটনসহ ৭জন।
সাংবাদিক ছফওয়ানের অভিযোগ, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী রিলিজ হওয়ার সময় বাধ্যতামূলকভাবে টাকা হাতিয়ে নিচ্ছিল অস্থায়ী কর্মচারী মিফতাহ উদ্দিন। অসংখ্য ভুক্তভোগীর কাছ থেকে সেই অভিযোগ পেয়ে মিফতাহ উদ্দিনের ব্যাপারে তথ্য সংগ্রহ করছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তাঁর ওপর। হামলায় তাঁর মাথা, গলা, পিঠসহ শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। এই বিষয়ে তিনি বাদী হয়ে হামলায় জড়িত সাতজনের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধআকাশ পথে আসছে বিদেশি সিগারেট, ওষুধ ও প্রসাধনী
পরবর্তী নিবন্ধনগরে একদিনে তিন আত্মহত্যা