আকাশপথে আসছে নিষিদ্ধঘোষিত সিগারেট, ওষুধ ও প্রসাধনী সামগ্রী। গত বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বিমান কাস্টমস। বেলা ১১টা ২০ মিনিটে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৫২ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার (বিমানবন্দর শাখা) নেয়ামুল হাসান বলেন, বাংলাদেশ বিমানের শারজাহ থেকে আসা ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ কিছু অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে। তল্লাশিকালে ৭৭ মিনিকার্টন ডানহিল, ২০ মিনিকার্টন ইজি, ৪০ মিনিকার্টন মন্ড ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এ ছাড়াও কিছু প্রসাধনী সামগ্রী এবং ওষুধ জব্দ করা হয়। এ সব পণ্যের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। জব্দ করা এসব পণ্যের বিষয়ে শুল্ক আইন, ১৯৬৯ মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।












