খালের কাদায় গলা পর্যন্ত ডুবেছিলেন বৃদ্ধা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বালুর টাল এলাকার উসমানিয়া খালে পড়ে গলা পর্যন্ত কাদায় আটকে যাওয়া ষাটোর্ধ্ব অজ্ঞাত এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল সকাল ১০টার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়। তবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।
কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, শুক্রবার সকালে স্থানীয়রা আমাদের ফোন করে জানিয়েছে, উসমানিয়া খালের কাদা মাটিতে ষাটোর্ধ্ব এক নারী আটকে আছে। ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম কাদায় নেমে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। তার কাছে বারবার নাম ঠিকানা জানতে চাওয়ার পরেও বলতে চাননি। ধারণা করছি মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই নারী।

পূর্ববর্তী নিবন্ধআকুতিতেও মন গলেনি ঘাতকদের
পরবর্তী নিবন্ধআকাশ পথে আসছে বিদেশি সিগারেট, ওষুধ ও প্রসাধনী