কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দু’জন মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যরা। আটককৃতরা হচ্ছে পৌরসভার ৭নং ওয়ার্ড জালিয়া পাড়ার মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) এবং মৃত হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার সময় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া লামার বাজারস্থ শাওন টাওয়ার সংলগ্ন রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ইয়াবা পাচারের সিন্ডিকেটের কয়েকজন সদস্য টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া লামার বাজারস্থ শাওন টাওয়ার সংলগ্ন রাস্তায় ইয়াবা পাচার করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তাফার নেতৃত্বে গোয়েন্দা টিম শাওন টাওয়ারে অবস্থান গ্রহণ করে।
এক পর্যায়ে শাহ আলম এবং জাকির হোসেনকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬০ লক্ষ টাকা। আসামি দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(গ) ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তাফা।












