রাঙামাটির বেতবুনিয়ায় পাহাড় ধসে ২ নির্মাণ শ্রমিক নিহত

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৫ এপ্রিল, ২০২২ at ১১:৩০ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার মনাইপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের সময় পাহাড় ধসে দু’জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা নামক এলাকায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়ির পাশে পাহাড়ের সাথে নতুন করে দেওয়াল নির্মাণের জন্য কাজ করছিলেন দুই শ্রমিক।

পাহাড় আগেই কাটা ছিল। হঠাৎ করে পূর্বে কাটা পাহাড় ধসে পড়ে এই দুই শ্রমিকের উপর এবং পাহাড়ের মাটি চাপা পড়েন তারা।

খবর পেয়ে সাথে সাথে এলাকার লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করলেও তার আগেই তারা মৃত্যুবরণ করেন।

মৃত শ্রমিকরা হলেন দক্ষিণ পাড়ার মৃত কবির আহমদ মিস্ত্রির ছেলে মো. পেয়ার মোহাম্মদ এবং কাউখালীর বেতবুনিয়ার বেনুবনের অঞ্জন বড়ুয়ার ছেলে সুফল বড়ুয়া।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক বিকাশ সরকার জানান, খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল দুপুরে ঘটনাস্থল থেকে মৃত দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

আজ শুক্রবার রাতে এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ হতে কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে ট্যাঙ্কার-কন্টেনারবাহী জাহাজের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধটেকনাফে ৬০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২