বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় জলকদর খাল থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রিকালে একটি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় জলকদর খাল থেকে একটি চক্র কয়েক দিন ধরে বিশাল এলাকা থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। এ খবর বাঁশখালী উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হলেও যারা এ কাজে জড়িত তাদের আটক করা সম্ভব হয়নি। স্থানীয় জনগণ এ চক্রকে আটক করার জোর দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় জলকদর খালের বেড়িবাঁধ সংলগ্ন মাটি স্কেভেটর দিয়ে কেটে ড্রাম ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে একটি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।”
জড়িতদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।