সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৮:৫৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. এমদাদুল হক খান সবুজ(৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাটহাজারী-ভাটিয়ারী লিংক রোডে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার উপরিয়া গ্রামের জোলাস খানের পুত্র।

জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হষ তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশাচালক মারল চবি ছাত্রকে
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার