আইআইইউসির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে গত ১২ এপ্রিল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বহদ্দারহাট আইআইইউসির ট্রাস্ট অফিসে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
উপস্থিত ছিলেন আইআইইউসির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. ফসিউল আলম, রিজিয়া রেজা চৌধুরী, ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পরিচালক ও বহদ্দারহাট কার্যালয়ের কো-অর্ডিনেটর মো. ফয়সাল, ফিমেল ক্যাম্পাস কো-অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী, ফাউন্ডেশন কর্মকর্তা জরজিস আহমদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।