চবিতে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির বাধায় তাদের আন্দোলন পণ্ড হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে পাশ করা শিক্ষার্থী মো. আতিকুর রহমান বলেন, আমাদের দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি সুযোগ চালু করা। ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে। আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিলাম। কিন্তু প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে আমাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। তারা আমাদের বলে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে, নাহলে আমাদের ওপর লাঠিচার্জ করবে। আমরা উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্ত দেখা করতে দেয়া হয়নি। আমরা এখন চট্টগ্রাম প্রেসক্লাবে যাচ্ছি। সেখানে আমরা মানববন্ধন করবো।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, যারা আন্দোলন করতে এসেছিল তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তারা আমাদের থেকে আগে কোনো অনুমতি নেয়নি। তারা মূলত বহিরাগত, ক্যাম্পাসের ভেতরে আন্দোলন করতে পারে না। সে জন্য তাদের সরিয়ে দেয়া হয়েছে তাদের যে দাবি সেটা বিশ্ববিদ্যালয়ের কাছে না করে ইউজিসির কাছে করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধদশ মামলায় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে