জ্বালানি তেল সেক্টর নিয়ে কাউকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না

অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের সভায় বক্তব্য

| বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

দেশের স্পর্শকাতর জ্বালানি তেল সেক্টর নিয়ে কাউকে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব। গত সোমবার নগরীর আগ্রাবাদ যমুনা ভবনে আয়োজিত সংগঠনের এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সেক্টরের শ্রমিকেরা বিশেষ অবদান রাখছে। কিন্তু একটি মহল কিছু শ্রমিককে উস্কে দিয়ে ফায়দা নেয়ার পাশাপাশি তেল সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা শ্রমিকদের ভাগ্য নিয়ে খেলা করছে। তাই তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে ফেডারেশনের সভাপতি সাদেকুর রহমান শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সেক্টরের সব শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন পদ্মা অয়েল লেবার ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি মমতাজুর রহমান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড লেবার ইউনিয়নের সভাপতি মো. এয়াকুব, যমুনা অয়েল সিবিএ সভাপতি আবুল হোসেন, মেঘনা পেট্রোলিয়াম লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, এসএওসিএল সভাপতি কায়সার হামিদ, এলপিজি সিবিএ সভাপতি জহুর আহমদ, বিপিসি সিবিএ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল হালিম শ্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধআজ ফুলকির ছোটদের বৈশাখী মেলা শুরু