এসো কোকিল কন্ঠী মেয়ে
সাগর জলে নেয়ে
এসো বৃদ্ধ বটমূলে বর্ষবরণ করবো আমরা
পান্তা ইলিশ খেয়ে।
রাখ চুম্বন প্রিয়ার ঠোঁটে জ্যোৎস্না বিধূর রাতে
স্বার্থমগ্ন চিকন চালের ঝরঝরা সাদা ভাতে।
এসো, এসো
দগ্ধ ঘরের শূন্য চাতাল জুড়ে
নিঃস্ব নারীর ঘুঘুর ভিটায় নগ্ন চাষাড়ে।
শিল্পের মাঠে সবুজের ঘাসে স্তনবন্ধন খুলে,
জীবন শিল্পে গদ্য লিখো শীর্ণ নদীর জলে।
এসো দৃশ্যে বাজার দরে তেল ও চালের উষ্ণ গুদামে।
অনাহারে অপুষ্টিতে বেশ্যাপল্লির আনন্দ কুসুমে।
এসো মজ্জায় এসো লজ্জায় কাম ক্রোধ আর লোভে
এসো আশ্বাসে এসো বিশ্বাসে নিত্য নতুন দম্ভে।
এসো নশ্বর শরীর ছুঁয়ে কামার্ত নিঃশ্বাসে
ন্যায় আকীর্ণ জরাজীর্ণ নিরুপায় মানুষে।
এসো বহমান ফল্গুস্রোতে কোজাগরী রাতে
লতাগুল্মের জীবন গাঁথায় মানবিক সূর্য হাতে।