বৈশাখিনী

রওশন জান্নাত রুশনী | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

পাগলা হাওয়া মাতঙ্গিনী
উড়িয়ে নিলো ওড়না
আলগা কপাট উদোম করে
ঢুকলো কে সে? চোর না?

হৈ হৈ হৈ হৈ মাতলো মাদল
উৎলে ওঠে মৌবন
পাড় ভাঙ্গা সুখ ঝড়ের রাগে
উপচে পড়ে যৌবন।

বাদলা বাতাস বজ্র হানে
ঝন ঝনা ঝন চিৎকার
বৈশাখী ঝড় ফুঁসছে নদী
রাত দুপুরে গীত কার?

থামলে আগুন বৈশাখিনী
শান্ত বিদুর ছন্দে
ঘর হারা বক খড়খুটাতে
স্বপ্ন বোনায় মন দে।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখ
পরবর্তী নিবন্ধএসো হে বৈশাখ