এসো মায়া ছড়িয়ে

শামীম ফাতেমা মুন্নী | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

বিশ্বাস নিয়ে বাঁচি,
কষ্ট ভুলে হাসি নিয়ে বাঁচি,
অনিশ্চয়তা আর অপেক্ষায় বাঁচি,
তবু বাঁচি এসো মায়া ছড়িয়ে,
আশা জাগিয়ে!

অভাব নিয়ে বাঁচি,
ব্যথার অশ্রু লুকিয়ে বাঁচি,
নীরব আর্তনাদে হাহাকারে বাঁচি,
তবু বাঁচি এসো ভালোবেসে,
আর ভালোবাসা বিলিয়ে।

পূর্ববর্তী নিবন্ধনতুন দিনের গান
পরবর্তী নিবন্ধবৈশাখ