বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত জনপদ ঘুমধুমে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করেছে ৩৪ বিজিবির ঘুমধুম বিওপির জোয়ানরা। গত রোববার দিবাগত রাত আড়াইটায় ঘুমধুম বিওপির নায়েব সুবেদার রেজাউল করিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ঘুমধুম নোয়াপাড়া এলাকার মো. সৈয়দ কাশেমের পুত্র রোবেল হোসেনকে (২১) গ্রেপ্তার করে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানায় বিজিবি সূত্র। ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির বলেন, বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। মাদক, অস্ত্র, চোরাচালানসহ সব ধরনের চোরাই পণ্য ও এসব পাচারকারী ও তাদের দোসরদের আটকে বিজিবি তৎপর রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।