চবি ক্যাম্পাস ক্লাবের ইফতার মাহফিল

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের (ক্যাম্পাস) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ক্যাম্পাস ক্লাব প্রাঙ্গনে ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। ক্লাব সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. মো. কোরবান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
উপাচার্য তাঁর বক্তব্যে ক্লাবের সদস্যসহ উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সিয়াম, সাধনা ও সংযমের মাস পবিত্র রমজান। আত্মসংযম, আত্মউপলব্ধি ও আত্মসচেতনতার মাধ্যমে নিজেদের সুশৃংখলভাবে গড়ে তোলার শিক্ষা দেয় পবিত্র মাহে রমজান।
এ ইফতার মাহফিল ক্যাম্পাস ক্লাবের সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন অধিকতর সুদৃঢ় করবে। তিনি মাহে রমজানের শিক্ষা প্রাত্যহিক জীবনে প্রতিফলনের মাধ্যমে সকলকে আলোর পথের যাত্রী হবার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাড়ির ছাদে গৃহবধূর ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ