সিএসইতে লেনদেন ২৪.৯১ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ২৪.৯১ কোটি টাকা। মোট ৬,৪৪৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৪.৯২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৯.১৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,৪৯৫.১১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪৪৬.৮৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ২.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৩৩.৬০ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ৬৮.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮৩.৪৩ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৪,০১৩.৯৫ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০০,৬৯৬.৭০ কোটি টাকায়। সিএসই’তে ৩৭৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮২ টির, কমেছে ১৫৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

পূর্ববর্তী নিবন্ধজাকেরের সেঞ্চুরিতে আবাহনীর জয়
পরবর্তী নিবন্ধফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ম্যাক্রোঁর জয়