কক্সবাজারে মসজিদে যাওয়ার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৯:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইসলামাবাদে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তারেকুল ইসলাম (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) ভোর রাতে বাড়িতে সেহেরী খেয়ে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে ছুরিকাহত হন তিনি।

নিহত তারেকুল ইসলাম ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি ওয়াহেদর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে। এবং পেশায় একজন দোকানদার।

স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, দীর্ঘদিন যাবত তারেক উক্ত এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিমপার্শ্বে একটি দোকান করে আসছিলেন। সোমবার ভোররাতে সেহেরী খেয়ে ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে যাওয়ার পথে ছুরিকাহত হন। পথচারীরা তাকে মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের শরীরের তিন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এসআই শামীম জানান, কী কারণে তারেকুল ইসলাম নামের যুবকটি খুনের শিকার হয়েছেন তার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হলেই ঘটনার রহস্য জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট পৌর কাউন্সিলর হারুন চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনগরীতে জলকেলি উৎসবে মেতেছে রাখাইনরা