ডারবান টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। যা ছিল নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
এবার পোর্ট এলিজাবেথেও দক্ষিণ আফ্রিকার হাতে ধরাশায়ী হলো টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে অলআউট হয়ে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো মুমিনুল হকরা।
চতুর্থ দিনে মাত্র এক ঘণ্টা টিকতে পেরেছে সফরকারীরা। তাতেই হারাল শেষ ৭ উইকেট। ৬ উইকেটে ১৭৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণার পর তৃতীয় দিনের শেষদিনে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দ. আফ্রিকা। প্রোটিয়াদের কৌশল ঠিকই কাজে লাগে। ৯.১ ওভার ব্যাট করে ২৭ রান করে দিন পার করতেই হারায় ৩ উইকেট হারায় টাইগাররা।
আর চতুর্থদিনে মুশফিকুর রহিম, মুমিনুল, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজরা এলেন আর গেলেন। প্রোটিয়া স্পিনারদের সামনে যেন ব্যাট করাটায় ভুলে গেলেন তারা। কেশব মহারাজ একাই ৭ উইকেট নিয়েছেন। সাইমন হার্মারের শিকার ৩ উইকেট। এ যেন ডারবান টেস্টের চতুর্থ ইনিংসেও বাংলাদেশের ১০ ইনিংস এভাবে ভাগাভাগি করে নিয়েছিলেন দুজনে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৪৫৩ ও ১৭৬/৬ ডি. (এরউই ৪১, ভেরেইনা ৩৯*; তাইজুল ৩/৬৭, ২/৩৪)
বাংলাদেশ: ২১৭ ও ৮০ (লিটন ২৭, মিরাজ ২০, তামিম ১৩; মহারাজ ৭/৪০, হার্মার ৩/৩৪)