মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদ ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ড. মাহমুদ হাসানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত ৯ এপ্রিল চট্টগ্রাম একাডেমি হলে এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম খান।
সংগঠনের সদস্য সচিব সুবর্ণা খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যারয়ের সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাসেম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের প্রাক্তন পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন মহানগর শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ কেন্দ্রের মহাসচিব হেফাজত ইসলাম চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন প্রণবরাজ বড়ুয়া। বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগ নেতা কামাল উদ্দীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ডা. দুলাল কান্তি চৌধুরী, ডা. সুকুমার সেন প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ড. মাহমুদ হাসান সাহসী ভূমিকা পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।