কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের অফিস উদ্বোধন

| সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

চকবাজারে কুতুবদিয়া সমিতির স্থায়ী অফিসের উদ্বোধন ও ইফতার মাহফিল গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া কক্সবাজার-২ এর সাংসদ আশেক উল্লাহ রফিক।
তিনি বলেন, মেগা প্রজেক্টের কারণে কুতুবদিয়া-মহেশখালী একটি অর্থনৈতিক উন্নয়নের অঞ্চল হিসেবে পরিণত হয়েছে। প্রতিটি স্কুল-মাদ্রাসায় সরকারের অর্থায়নে ভবন হচ্ছে। নারী শিক্ষার ক্ষেত্রে দুটি সংসদীয় এলাকায় গুরুত্ব দিয়ে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কুতুবদিয়ার চারপাশে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, যা সাইক্লোন প্রতিরোধে কাজ দেবে। পাশাপাশি মাতারবাড়ি ও কুতুবদিয়া চ্যানেলকে সামনে রেখে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হতে চলেছে, যা অত্র অঞ্চলের উন্নয়নে অবদান রাখবে। তাই কুতুবদিয়া-মহেশখালীর মানুষকে শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে।
সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা. এ কে এম ফজলুল হক। সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা শফিউল আলম, উপদেষ্টা মাস্টার মোজাম্মেল হক, প্রফেসর ডক্টর কামাল হোসাইন, মাওলানা মুনিরুল মান্নান, এস এইচ মোক্তার আহমদ, শাকের উল্লাহ বিএসসি, মো. শরীফ, এ. এস. এম ইসমাইল খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহতদরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহবান
পরবর্তী নিবন্ধজুম্ম জাতির সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে ঐক্যবদ্ধ হতে হবে