পার্সেলে আসা ইয়াবা নেয়ার সময় যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

নগরীতে কুরিয়ার সার্ভিসের পার্সেলের মাধ্যমে আসা ইয়াবা ডেলিভারি নেয়ার সময় একজনকে গ্রেপ্তার করেছে ডিবি দক্ষিণ জোনের একটি টিম। গত শনিবার বিকালে নগরীর কোতোয়ালী থানাধীন কাজির দেউড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মো. এরশাদকে (২৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এরশাদের কাছে উক্ত ইয়াবাগুলো কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল আকারে পাঠানো করা হয়। পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এরশাদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এরশাদের গ্রামের বাড়ি সন্দ্বীপ। তিনি বর্তমানে হালিশহর বড় পুকুরের পশ্চিম পাড় মসজিদের পাশের গলির আক্তার কলোনিতে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধহালদার মোহনা থেকে ৮ হাজার মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধহতদরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহবান