বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিসি সেলের বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট-১ এর আওতায় ‘ডায়াগনস্টিক স্টাডিজ টু এ্যাসেস ফিম্যাল ট্রেডার্স অ্যান্ড এনট্রুপ্রিনিয়ার্স এক্সপোর্ট পটেনশিয়াল ইন দি আইসিটি সাব-সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চিটাগাং চেম্বারের সহযোগিতায় ডেভেলপমেন্ট টেকনিক্যাল কালসালট্যান্টস প্রাইভেট লি. (ডিটিসিএল) এ সভার আয়োজন করে। সভায় ডিটিসিএলের টিম লিডার বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, চিটাগাং চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাশ এবং ডিটিসিএলের নির্বাহী পরিচালক এম হাবিবুর রহমান, চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও বাংলাদেশ সেন্টার অব এঙিলেন্সের প্রধান নির্বাহী ওয়াসফি তামিম বক্তব্য রাখেন। নারী উদ্যোক্তাসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আইসিটির ব্যবহার ব্যবসায়িক কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধি করবে এবং ব্যয় হ্রাস করার মাধ্যমে প্রতিযোগিতা সক্ষমতা ত্বরান্বিত করবে। তাই মহিলা উদ্যোক্তারা কীভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে এবং আন্তর্জাতিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেই ক্ষেত্রে কী কী করণীয় তা নির্ধারণের লক্ষ্যে এই কনসালটেশনের আয়োজন। তিনি সংশ্লিষ্ট মহিলা উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে তা উত্তরণে আইনগতসহ সব ধরণের নীতিমালা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রদান করা হবে বলে জানান। সভায় অন্যান্য বক্তারা মহিলা উদ্যোক্তাদের জন্য মানসম্পন্ন আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিদেশে পণ্য ও সেবা রপ্তানি করে অর্জিত আয় নিরাপদে দেশে আনার ব্যবস্থা করা, ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে যুগোপযোগী এবং প্রশিক্ষণ মডিউলের উন্নয়ন, উপজেলা পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ, বিভিন্ন শিল্পে আইটি খাতে কী ধরণের দক্ষ জনবল প্রয়োজন তা সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করা, প্রশিক্ষিত জনবলের কর্মসংস্থান নিশ্চিত করা, ই-কমার্স নিয়ন্ত্রণে সরকারি তদারকি বৃদ্ধি ইত্যাদি প্রস্তাবনা বিবেচনার সুপারিশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।