থানায় আত্মসমর্পণের পর আওয়ামী লীগ নেতাসহ ১২জন জেলে

রুমায় ভিক্ষুর ওপর হামলার ঘটনা

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা দেব বৌদ্ধ বিহারের ভিক্ষু উঃ চাইন্দাসারার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাসহ ১২ জনকে জেলে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে বান্দরবান বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসেন আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে শনিবার রাতে অভিযুক্তরা রুমা থানায় আত্মসমর্পণ করেন।
অভিযুক্তরা হলেন, রুমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অঞ্জন বড়ুয়া (৪৬), লিটন বড়ুয়া (৩২), বাপ্পারাজ বড়ুয়া (৩২), বিপ্লব বড়ুয়া, আরমান (২৩), হৃদয় বড়ুয়া, (২৮), অভিরাজ বড়ুয়া (২২), মিন্টু বড়ুয়া (২৮), সজল বড়ুয়া (২০), ছোটন বড়ুয়া (২০), রুবেল বড়ুয়া (৩২), রোকন বড়ুয়া (২৪), রাখাল বড়ুয়া (৫২)।
আইনশৃংখলা বাহিনী জানায়, বিহারে ভিক্ষুর ওপর হামলার ঘটনায় রুমা সার্বজনীন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উঃ নাইন্দিয়া মহাথের বাদী হয়ে অজ্ঞাতনামা সহ ৩০ জনের বিরুদ্ধে রুমা থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত ১২ জন শনিবার রাতে রুমা থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ রোববার বান্দরবানের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদালতে আসামিদের হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, হামলার ঘটনায় অভিযুক্ত ১২ জন থানায় আত্মসমর্পণ করলে তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ৬ এপ্রিল দুপুরে রুমা দেব বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভিক্ষু উঃ চাইন্দাসারার ওপর হামলা করে বড়ুয়া সম্প্রদায়ের দুষ্কৃতকারীরা। এতে আহত হন ভিক্ষু উঃ চাইন্দাসারাসহ আরো কয়েকজন ভিক্ষু।

পূর্ববর্তী নিবন্ধ৭ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা জরিমানা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ১৫০ শিক্ষার্থী পড়ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে