হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে নিঝুম আক্তার(২) নামে এক শিশু মারা গেছে। রবিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সে স্হানীয় মো. রুবেলের মেয়ে।
স্হানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তার মা সকালে পুকুর ঘাটে থালা-বাসন পরিস্কার করছিলেন। মার সঙ্গে নিঝুমও ছিল। তার মা পুকুর ঘাটের কাজ সেরে নিঝুমকে নিয়ে ঘরে চলে আসে। ঘর থেকে নিঝুম পরিবারের অজান্তে কোন এক সময় পুনরায় খেলতে গিয়ে ঘরের বের হয়ে যায়। খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোজাখুজির পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।
পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিঝুমকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুচিত্রা চৌধুরী শিশুটির মৃত্যু নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।