খোদাভীতি ও মানবপ্রেম জাগ্রত থাকলে মানুষ কখনো জুলুম করতে পারে না

হাটহাজারীতে আহলে সুন্নাতের আলোচনা সভায় বক্তারা

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা আহলে সুন্নাত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যৌথ উদ্যোগে ‘তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক স্মারক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার হাটহাজারী সদরস্থ একটি হোটেলে উপজেলা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা মীর মুহাম্মদ হাসানুল করিম মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক আলোচনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। এ সময় তিনি বলেন, মাহে রমজান সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। অন্তরে খোদাভীতি, তাকওয়া ও মানবপ্রেম জাগ্রত থাকলে ব্যবসার আড়ালে কেউ জুলুমের পথে পা বাড়াতে পারে না। এতে মুখ্য আলোচক ছিলেন এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। মোহাম্মদ সাকুর মিয়ার সঞ্চালনায় স্মারক আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক আল্লামা জালাল উদ্দীন আল আজাহারী, মাওলানা সৈয়দ ইয়াছিন হোসাইন হায়দরী, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গিয়াস উদ্দীন, মোহাম্মদ হারুন, কামাল পাশা চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা সৈয়দ আবু তালেব, আল্লামা সৈয়দ খুরশিদ আলম, আল্লামা আবুল বাশার সিদ্দিকী, উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল আমিন উল্লাহ আনসারী, মাওলানা ফরিদুল আলম এডভোকেট, সৈয়দ মো. শাহ জামান, মাওলানা মোহাম্মদ ইসহাক আনসারী, মাওলানা শেখ মো. আরিফুর রহমান, সৈয়দ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ হারুন সওদাগর, মাওলানা হাসান চৌধুরী, মো. কামাল পাশা চৌধুরী, মাওলানা ছগির আহমদ, মোহাম্মদ নেজাম উদ্দীন ও মোহাম্মদ নাছির উদ্দীন রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধনগরীর ২৫ ব্যবসায়ীকে এক লাখ ১১ হাজার টাকা জরিমানা