রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের স্কুল ব্যাগ, জুতা, খাতা কলমসহ শিক্ষা সামগ্রী ও দুপুরের টিফিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেগম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউল করিম ফাউন্ডেশনের পৃষ্টপোষক লায়ন জাহেদুল করিম বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এস এম সোলেমান বাদশা, সহ সভাপতি এস এম হাফিজুর রহমান, এস এম ইউসুফ উদ্দিন, এম কামাল উদ্দিন, কায়ছার উদ্দীন মালেকী, জিয়াউল হক মালেকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












