দুর্গম পার্বত্য এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়ন চলছে

রাঙামাটির কাউখালীতে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধনীতে দীপংকর তালুকদার এমপি

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ১১:৪৭ অপরাহ্ণ

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, “দুর্গম পার্বত্য এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের সফল বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঘর আলোকিত করে জ্বলছে বিদ্যুতের আলো। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত দুর্গম পাহাড়ি পল্লীগুলোতে বিদ্যুতের আলো পৌঁছাবে এক সময় যা ছিল স্বপ্ন-কল্পনা, তা আজ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার একের পর এক বাস্তবায়ন করে চলেছে।”

তিনি আজ শনিবার (৯ এপ্রিল) রাঙামাটি কাউখালীর ৩নং ঘাগড়া ইউনিয়নের ১০টি দুর্গম পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা বিনির্মাণে আগামী সংসদ নির্বাচনে আরো বিপুলভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনে সহযোগিতা করতে হবে।”

তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অধীনে বাস্তবায়িত বিদ্যুৎ সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদোহা চৌধুরী, তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজ্জল বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, ঠিকাদার দানবীর চাকমা, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক রঞ্জন মনি চাকমাসহ উপকারভোগী জনগণ।

এর পূর্বে ৩নং ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া হতে নোয়াপাড়া, বাদলছড়ি, লেভাপাড়া, কহ্যইছড়ি, হারাঙ্গী রিফিউজি পাড়া ও আশপাশ এলাকা এবং কাউখালী উপজেলার চেলাছড়া হতে চাকমা যৌথ খামার, মারমা যৌথ খামার, মিটিঙ্গ্যাছড়ি ও আশপাশ এলাকায় ফলক উম্মোচন ও সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।

এতে রয়েছে ১১ কেভি লাইন ৭ কিলোমিটার ও ০.৪ কেভি লাইন ৬ কিলোমিটার। এর দ্বারা প্রায় ৮শ’ পরিবার উপকৃত হবে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় রোহিঙ্গা নাগরিক হত্যার ১৮ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধক্ষমতা হারালেন ইমরান