নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে নগরীর খাতুনগঞ্জ, রিয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট ও কাজীর দেউড়িতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ধার্যকৃত মুল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ২৫টি মামলা দেয়া হয়েছে।
এছাড়া তাদেরকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ওমর ফারুক, মো. মাসুদ রানা, মাসুমা জান্নাত ও মো. আশরাফুল আলম।
জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন খাতুনগঞ্জে ৩টি মামলায় ৩ হাজার, রিয়াজুদ্দিন বাজারে ৬ মামলায় ২০ হাজার, বহদ্দারহাটে ৫ মামলায় ৬০ হাজার ও কাজীর দেউড়িতে ১১ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাজার মনিটরিংসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। এমন অভিযান পুরো রমজান মাস চলমান থাকবে।