মূল্য তালিকা না থাকায় ৫ দোকানিকে জরিমানা

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ দোকানিকে ৬৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চৌধুরীহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান। মাছ, মুদি ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্‌্েরট আবু রায়হান বলেন, মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন দৃঢ়তর হচ্ছে
পরবর্তী নিবন্ধপটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াসার স্কেভেটর চালকের মৃত্যু