পটিয়ায় শ্রীমতির বারুনীর স্নান ও মেলা আজ শনিবার। প্রতি বছরের ন্যায় শুক্ল পক্ষের অষ্টমী তিথির দিনে হিন্দু সম্প্রদায়ের পুর্ণার্থীরা হাইদগাঁও শ্রীমতি খালে স্নান করে। স্নানকে ঘিরে বসবে শ্রীমতি খাল এলাকায় বিশাল মেলা। এতে সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার মানুষ মেলায় ও স্নানে অংশ নেন।
মেলা কমিটির সাধারণ সম্পাদক জিতেন কান্তি গুহ বলেন, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অষ্টমী তিথি। এ উপলক্ষে শ্রীমতি খালের চারটি স্পটে হাজার হাজার পূর্ণার্থী স্নানে মিলিত হবে। এই তীর্থস্থানে স্থায়ী কোনো ঘাট নেই। যার কারণে প্রতি বছর মানুষের দুর্ভোগ রয়েছে।












