চট্টগ্রাম জেলা নৌ-স্কাউটসে র‌্যালি ও আলোচনা সভা

| শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

‘প্রত্যেকে মোরা পরের তরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা নৌ-স্কাউটসে গতকাল শুক্রবার নেভী অ্যাংকরেজ স্কুল ও কলেজ প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্কাউট লিডার আসাদুল ইসলাম। উপস্থিত ছিলেন জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম) ও স্কাউট ব্যক্তিত্ব মশিউর রহমান, বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলা নৌরোভার মুক্ত গ্রুপের সভাপতি মো. মুছা (উডব্যাজার), জেলা কাব স্কাউট লিডার মাহবুব খান (উডব্যাজার) সহ জেলার সকল স্তরের লিডার, রোভার, স্কাউট ও কাব স্কাউটরা।
স্কাউটের ইতিহাস পর্যালোচনা করে বক্তারা বলেন, ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়।
১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ স্কাউটস সমিতি। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। মেয়েদের সুযোগ দেওয়ার জন্য ১৯৯৪ সালে গার্ল-ইন স্কাউটিং চালু করা হয়। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য ২২ লাখ ১০ হাজার যা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে সাড়ে ২৬ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
পরবর্তী নিবন্ধপটিয়ায় বারুনীর স্নান ও মেলা আজ