২ লাখ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করবে গাউসিয়া কমিটি

| শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৬:৫৭ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আহবানে এবারের রমজানে দেশব্যাপী বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড, ইউনিট কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দু’লক্ষাধিক পরিবারের মাঝে কাঁচা ইফতার, সাহরী ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ উপলক্ষে এক মনিটরিং সভা গতকাল নগরীর দিদার মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, কর্মসূচির অন্যতম সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী প্রমুখ। সভায় পেয়ার মুহাম্মদ কমিশনার গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মীদের রোজার এ মাসে দেশবাসীর পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি কর্মীদের গাউসিয়া কমিটির ব্যানারে আপন-আপন অবস্থান থেকে কাঁচা ইফতার-সাহরী ও ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে সমাজে ধনী-গরীবের ব্যবধান গুছাতে করোনাকালের সেবা কর্মসূচির ন্যায় সকলকে নিবেদিত থাকার নির্দেশ দেন। পরিশেষে, মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসল্টগোলায় বাস-সিএনজি সংঘর্ষে আহত ৫
পরবর্তী নিবন্ধবিলাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে ১ জনের মৃত্যু, আহত ৪