রমজানে দান ও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান

ইফতার বিতরণকালে এমপি ফজলে করিম

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডে ও গণি হাজি পাড়ায় সমাজ কল্যাণ পরিষদ ও ডাবুয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীর ব্যবস্থাপনায় এলাকার দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, পবিত্র রমজান মাসে যেসব মানুষ বেশি বেশি দান খয়রাত ও মানবিক কাজ করবে তারা ততবেশি ফজিলত পাবেন। গতকাল বৃহস্পতিবার ডাবুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। গণি হাজী পাড়ায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। ডাবুয়ায় ইউপি সদস্য নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন চৌধুরী সাবু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, সাইদুর রহমান টিপু, শওকত আকবর, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মিঠু শীল, শাহ আলম, নাজিম উদ্দিন, শাহাদাত হোসেন, আসাদ হোসেন, আজাদ হোসেন, ওবাইদুল হক, সাবের হোসেন, সাজ্জাদ মাহমুদ, নাছির উদ্দীন, ওহেদ বাবলু বেলাল হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশা
পরবর্তী নিবন্ধবাসযোগ্য পৃথিবীর জন্য চাই স্বাস্থ্যবান্ধব পরিবেশ