বোয়ালখালী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩১ মার্চ বিকেলে সমাজসেবা কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন ও বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক এ সমস্ত রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হার্ট ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের আওতাধীন উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এ সকল অসহায় ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরীব রোগীদেরকে এককালীন ৫০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়নের জন্য এ কার্যক্রমটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত ১২ রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা হাওে মোট ৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।