একদিন পর চট্টগ্রামে আবারো করোনার নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি মাসের ছয় দিনের ৪ দিনসহ মোট সাতদিন করোনাশূন্য দিন পার করেছে চট্টগ্রাম। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদন ও পূর্বের রেকর্ড যাচাই করে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, বুধবার নগরীর নয় ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহর ও গ্রামে নতুন কোনো ভাইরাসবাহক শনাক্ত না হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩১ জনই রয়েছে। এতে শহরের ৯২ হাজার ৯৩ ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মৃত্যুবরণ না করায় জেলায় মোট মৃতের সংখ্যাও ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এর মধ্যে ৭৩৪ শহরের ও ৬২৮ জন গ্রামের।