জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের মধ্যে অলিখিত ফাইনাল আজ। এরই মধ্যে দু’দল নিজেদের দুটি করে ম্যাচ জিতেছে। তাই এই দু’দলের মধ্যকার ম্যাচটি এক রকম ফাইনালে পরিণত হয়েছে। কারণ এই ম্যাচে যে দল জিতবে তারা পরের রাউন্ডে উন্নীত হবে। চট্টগ্রাম জেলা দল নিজেদের প্রথম ম্যাচে ২৮ রানে কিশোরগঞ্জ জেলা দলকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে মাদারীপুর জেলা দলকে ৮ উইকেটে পরাজিত করে। এখন সামনে বাধা কেবল নারায়ণগঞ্জ। হবিগঞ্জ স্টেডিয়ামে আজ সকালে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে দু’দল। চট্টগ্রাম জেলা দল তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। যদিও প্রতিপক্ষ নারায়ণগঞ্জ বেশ শক্তিশালী দল। তারপরও চট্টগ্রাম শেষ ম্যাচটি জিতে পরের রাউন্ড নিশ্চিত করতে চায়। দলের ক্রিকেটাররাও বেশ আত্ম্নবিশ্বাসী জয়ের ব্যাপারে। নিজেদের সেরাটা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তারা। নারায়ণগঞ্জ জেলা দলে ঢাকা লিগে খেলা একাধিক ক্রিকেটার রয়েছে। তারপরও চট্টগ্রাম জেলা দল তাদের সেরাটা দিয়ে ম্যাচটি জিততে চায়। আগের দুই ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করছে চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়রা। তবে মাঠে যারা সেরাটা দিতে পারবে শেষটা রাঙ্গাতে পারবে তারাই। আপাতত চট্টগ্রামের চোখ সেদিকে।