ছেলেকে ক্রিকেটার বানাতে চান না সরফরাজ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৫৪ পূর্বাহ্ণ

২০১৯ সালে বিশ্বকাপ ব্যর্থতার কারণে সাবেক পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ কম সমালোচনার শিকার হননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেক ট্রল হয়। শেষ পর্যন্ত দল থেকেই বাদ পড়ে যান তিনি। নিজে এমন পরিস্থিতির শিকার হওয়ার পর এবার সরফরাজ সিদ্ধান্ত নিয়েছেন সন্তানকেও ক্রিকেটার বানাবেন না। অথচ তার ছোট ছেলে আব্দুল্লাহর ব্যাট ধরা আর শট খেলার ধরন দেখে মঈন খান, সানিয়া মির্জারাও প্রশংসা করেছেন। এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ক্রিকেট খেলতে আব্দুল্লাহ খুব পছন্দ করে। কিন্তু আমি চাই না সে ক্রিকেটকে পেশা হিসেবে নিক। সত্যি বলতে কি, একজন ক্রিকেটার হিসেবে আমি অনেক জায়গায় ভুগেছি। আমি চাই না আব্দুল্লাহও তার জীবনে এগুলোর মুখোমুখি হোক।’ ছেলের ক্রিকেট দক্ষতা নিয়ে সরফরাজ আরো বলেছেন, ‘অনেকেই আমাকে বলেছে যে আব্দুল্লাহ প্রতিভাবান। আমার উচিত তাকে ক্রিকেট খেলতে দেওয়া। মঈন ভাই আব্দুল্লাহর স্কিলের প্রশংসা করেছেন। সানিয়া মির্জা একবার আমাকে বলেছে যে আব্দুল্লাহর ক্রিকেটার হওয়ার প্রতিভা আছে। সেটাই যদি হয়, আমি চাই সে কঠিন পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করুক। আমার ছেলে বলে কেউ তার পথটা সহজ ও মসৃণ করে দেবে না।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ কঠোর প্রতিদ্বন্দ্বিতায় অভ্যস্ত নয় : এলগার
পরবর্তী নিবন্ধমুশফিক-তামিমের সামনে মাইলফলকের হাতছানি