মীরসরাইয়ে পিস্তল ও মাদকসহ আটক ৫

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি বিদেশি পিস্তল ও মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘোড়ামারা এলাকা থেকে ১৪ বোতল বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, একটি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ মো. মামুনকে (৩৪) গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ । মামুন ঘোড়ামারা আদর্শ গ্রামের আহমদ সোবহানের ছেলে। এর আগে থানার পৃথক একটি টিম কাটাগাং রাস্তারমাথা এলাকা থেকে পাঁচ বোতল ফেনসিডিল ও ৩২ বোতল হুইস্কিসহ মো. রুবেল (৩০), মো. রাজু (২৪), মো. সুমন (৩৪) ও মো. রুবেলকে (১৯) আটক করে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হোসেন মামুন বলেন, রাতের আঁধারে মাদক হাতবদল হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে কাটাগাং এলাকা থেকে মাদকসহ চার যুবককে গ্রপ্তার করি আমরা। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে ঘোড়ামারা এলাকায় মাদক বিক্রেতা মামুনের বসতঘরে তল্লাশী চালিয়ে তার স্ত্রী বিবি খাদিজার দেখানো একটি স্থান থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করেছি আমরা। এই ঘটনায় থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুমিরায় যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি জেলে
পরবর্তী নিবন্ধজানালার গ্রিল ভেঙে চুরি, তিনজন গ্রেপ্তার