সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ছুরিকাঘাতে নিহত যুবলীগ নেতা মো. শওকত হত্যা মামলার প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহাম্মদ ভূঁইয়ার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, গত বছরের ১১ মার্চ রাতে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন যুবলীগ নেতা শওকত। একদিন পর নিহতের বাবা ছবির আহাম্মদ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই বছরের ১২ ডিসেম্বর হারুনুর রশিদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে পিবিআই। এরপর পুলিশ মামলার চার্জশিটভুক্ত আসামি তারেক, মামুন, জামশেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন খুনের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। সর্বশেষ গতকাল গ্রেপ্তার হলেন মামলার প্রধান আসামি হারুনুর রশিদ।












