চা বোর্ডের ৮৮তম বোর্ড সভা

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ চা বোর্ডের ৮৮তম বোর্ড সভা গতকাল মঙ্গলবার সকালে অনলাইন প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের (এনডিসি, পিএসসি) সভাপতিত্বে সভায় বাংলাদেশ চা বোর্ড ও এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এবং চা বোর্ড পরিচালিত বাগানসমূহ বিষয়ে নির্ধারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া বোর্ড সদস্যবৃন্দ দেশের চা শিল্পের বর্তমান পরিস্থিতি ও এ শিল্পের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীনের সঞ্চালনায় সভায় বোর্ডের সদস্য ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহুরুল হক, রংপুরের বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, সিলেট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ; বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জাফরুল ইসলাম আজিজি, ড. নাজনীন কাউসার চৌধুরী, মোহাম্মদ নূরুল্লাহ নূরী, মো. জগলুল হোসেন, এম শাহ আলম, ওমর হান্নান, কামরান টি রহমান এবং এম সাইফুল ইসলাম সংযুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধকৃত্রিম পা নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে রেজাউলকে