ক’দিন আগেই নিজের প্রাণপ্রিয় বাবা আব্দুল মান্নান মিলনকে হারিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ঐশী। এরপর থেকেই কাজে বিরতি নিয়েছিলেন তিনি। তবে বাবার আদর্শকে ধারণ করে ও তার স্বপ্নপূরণ করতে কাজে ফিরেছেন ঐশী। ঐশী ফেসবুকে লিখেছেন, জীবন থেমে থাকে না। দ্য শো মাস্ট গো অন…। বিভিন্ন মাধ্যমে আমাকে অনেকেই বার্তা পাঠিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।
ঈদের পর থেকে নিয়মিত স্টেজ শোসহ অন্যান্য সকল কাজে সচল থাকবো ইনশাআল্লাহ। আমি কাজ করবো কী করবো না এই ভেবে কেউ বিভ্রান্ত হবেন না। কাজ আমার কাছে সবার আগে। কাজের মাঝে থাকবো এবং চেষ্টা করবো আব্বুর আমাকে নিয়ে দেখা সব স্বপ্ন পূরণ করতে।