কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৩টি শেল্টার ও একটি মাল্টিপারপাস সেন্টার পুড়ে গেছে। গতকাল সোমবার পৌনে ৩ টার দিকে ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকের সাব ব্লক এইচ/৮৮ ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাইমুল হক বলেন, ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত পাশে মাল্টিপারপাস সেন্টারে ছড়িয়ে পড়ে। উক্ত আগুনে দুই পরিবারের ৩টি শেল্টার ও ১ টি ব্রাক এনজিওর মাল্টিপারপাস সেন্টার পুড়ে যায়।
খবর পেয়ে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের মোবাইল টিম, স্থানীয় রোহিঙ্গা ভলেন্টিয়ার ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।