প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে নিজেদের ছাপ রাখতে পেরেছে বাংলাদেশ নারী দল । সেটির প্রতিফলন বিশ্বকাপের সেরা একাদশেও। আইসিসির গড়া টুর্নামেন্টের সেরা দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন গতকাল সোমবার আইসিসি ঘোষণা করে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন।’ আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয় জনের একটি প্যানেল বেছে নেয় এই একাদশ। এবারের বিশ্বকাপে সালমা ৭ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৩.৭৯। টুর্নামেন্টে ২০ ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলার সালমাই। মূলত বোলিংই তাকে জায়গা করে দিয়েছে বিশ্বকাপের সেরা একাদশে। তাকে রাখা হয়েছে ১১তম সদস্য হিসেবে। তবে ব্যাট হাতেও বাংলাদেশের হয়ে টুকটাক কিছু অবদান তিনি রেখেছেন এই আসরে। সেরা একাদশের অধিনায়ক মনোনীত হয়েছেন টুর্নামেন্টের শিরোপা জয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। বিশেষজ্ঞ দুই পেসার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার নতুন বলের জুটি মারিজান ক্যাপ ও শাবনিম ইসমাইল। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন ইসমাইল। ক্যাপের উইকেট ১২টি। ব্যাট হাতেও ক্যাপ করেছেন ৪০.৬০ গড় ও ৯২.২৭ স্ট্রাইক রেটে ২০৩ রান।
বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)। দ্বাদশ: চার্লি ডিন (ইংল্যান্ড)।