আবাহনী-মোহামেডান দ্বৈরথ আজ

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

আবাহনী ও মোহামেডানের ক্রিকেট লড়াই আজ। মঙ্গলবার দেশের হোম অফ ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে শুভাগত হোমের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী লিমিটেড। খেলা শুরু হবে সকাল ৯টায়। সাদা-কালোদের ৬ খেলায় জয় পরাজয় সমান-সমান। তিন জয়ে লিগ টেবিলে মোহামেডানের অবস্থান এখন ৮ নম্বরে। এ অবস্থার উন্নতি ঘটাতে না পারলে মোহামেডানের সুপার লিগ খেলার সম্ভাবনা খুব কম। এখনকার প্রেক্ষাপটে সেরা ৬ দলে জায়গা পেতে মোহামেডানকে বাকি চার ম্যাচের অন্তত তিনটিতে জিততেই হবে। সুপার লিগ সম্ভাবনা জিইয়ে রাখতে আবাহনীর বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মোহামেডানের জন্য। লিটন দাস ও মাহমুদুল হাসান জয়কে ছাড়া আবাহনীও অবশ্য প্রত্যাশিত পারফরম করতে পারেনি। রুপগঞ্জ টাইগার্স ও লেজেন্ডস অফ রুপগঞ্জের কাছে হার মানা নাইম শেখ, মোসাদ্দেক আর আফিফদের অবস্থান এখন তিন নম্বরে। আবাহনী ছয় ম্যাচে ৪ জয়ে পেয়েছে ৮ পয়েন্ট। তারা রয়েছে প্রাইম ব্যাংক (সাত ম্যাচে ১২) ও শেখ জামাল ধানমন্ডির (ছয় ম্যাচে ১০) পেছনে। আজকের ম্যাচ জিতলে আবাহনী এক ধাপ এগিয়ে যাবে। আর মোহামেডান জিতলে সুপার লিগের পথে এক পা এগোবে।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস-সচেতনতা ও চট্টগৌরব
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিব্রতকর রেকর্ড