পবিত্র রমজানের শুভ্রতার ছোঁয়া লাগুক সকল হৃদয়ে

যিকরু হাবিবীল ওয়াহেদ | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

রহমত মাগফেরাত নাজাতের পবিত্র রমজান আবারো শুদ্ধতার বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত। পবিত্র রমজান মাস অন্যান্য মাসগুলো থেকে মর্যাদাসম্পন্ন মাস হিসেবে বিবেচিত। পবিত্র এ মাসে ভাগ্য রজনী শবে কদরও বিদ্যমান। এ মাসে সকল ভালো কাজের সওয়াব বহুগুণ। রমজান মাসেই পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাছাড়া রোজাতে রয়েছে মানসিক দৈহিক স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক উপকারিতা। পবিত্র রমজান সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘হে মুমিনগণ তোমাদের ওপর রমজান মাসের রোজাকে ফরজ (আবশ্যক) করা হলো, যেভাবে তোমাদের পূর্বপুরুষগণের ওপরও ফরজ (আবশ্যক) করা হয়েছিল’।
মহান আল্লাহতায়ালা কোরআনে আরো বলেছেন, ‘তোমাদের কেউ যদি এই রমজান মাসে উপস্থিত থাকে সে যেন রোজা রাখে’। কোরআন শরীফের পাশাপাশি পবিত্র হাদীস গ্রন্থেও পবিত্র রমজানের বহু বর্ণনা পাওয়া যায়। যেমন হাদীসে পাকে এসছে- ‘রোজা শুধু আমার জন্য, আমিই এর প্রতিদান দেব’। (মুসলিম: ২৭৬০)।
পবিত্র রমজানে একজন রোজাদার বুঝতে শেখে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার জ্বালা, তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা। দুর্বলের প্রতি সদয় হওয়ার তাগাদা দেয় পবিত্র রমজান। শৃঙ্খলিত জীবনের পাঠ দেয় পবিত্র রমজান। খাবার দাবারে পরিমিত হতেও শিক্ষা দেয় পবিত্র রমজান। চলা-ফেরায় পোশাক-আশাকে শালীনতার শিক্ষা দেয় পবিত্র রমজান। মানতে শেখায় মহান আল্লাহর আদেশ নিষেধ। সর্বোপরি পবিত্র রমজান একজন রোজাদারকে তার কৃত পাপ মোচন করে নিষ্পাপ শিশুতে পরিণত করে। রমজান মাসে চারদিকে শান্তি শুভ্রতা স্নিগ্ধতার ঘ্রাণ পাওয়া যায়। সকলের চেহারায় আলাদা মাধুর্য ফুটে ওঠে। একে অপরের প্রতি সুন্দর কোমল ব্যবহার করতে দেখা যায়। সব জায়গায় পবিত্র পবিত্র ভাব পরিলক্ষিত হয়। প্রতিটি ঘর হয়ে উঠে ইবাদতগাহ। কোরআন শরীফ তেলাওয়াতে, আল্লাহ্‌ আল্লাহ্‌ জিকিরে, তসবিহ তাহলিলে মসজিদগুলো হয়ে উঠে মুখর। সবদিকে যেন পবিত্র মিছিলের এক বিশাল বহর ছুটে চলে পবিত্র রমজান মাস জুড়ে। সর্বোপরি স্রষ্টার আনুকূল্য পেতে সচেষ্ট থাকতে দেখা যায় সকল মানুষকে। পবিত্র রমজান যে শুভ্রতা শুদ্ধতা স্নিগ্ধতা ছড়ায় তা বজায় থাক সারা বছর সমানতালে আমাদের প্রাত্যহিক জীবনে। মহান আল্লাহ্‌ সকলের রোজা তারাবিহ সাহরি ইফতার কবুল করুন।

পূর্ববর্তী নিবন্ধসুখের পিছু
পরবর্তী নিবন্ধমানিয়ে চললে বড়ই সুন্দর এই জীবন