ফুড ইন্ডাস্ট্রিকে লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরে একটি প্রতিষ্ঠান ও ছয় ব্যবসায়ীকে এক লাখ সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে চাক্তাই হাজী রোডস্থ হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোগ্যপণ্য উৎপাদন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কর্নেলহাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে ছয় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহালদায় সাকার ফিশ, উদ্বেগ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে পদবঞ্চিত যুবদল কর্মীদের বিক্ষোভ